শেরপুর জেলার শ্রীবরদী উপজেলাতে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ছড়ানোর অভিযোগে মো. ইউসুফ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে শ্রীবরদী থানার পুলিশ। ২৪ নভেম্বর শুক্রবার রাতে শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ইউসুফ একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থীকে কিছুদিন থেকে ইউসুফ উত্যক্ত করে আসছিলো। পরে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে ফুসলিয়ে ইউসুফের বাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে তাকে ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরে ওই শিক্ষার্থী ঘটনাটি তার মাকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ইউসুফ ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি জানাজানি হলে ভিকটিমের মা বাদী হয়ে ইউসুফকে প্রধান আসামী করে অজ্ঞাতনামা আরো দুই জনকে আসামী করে শুক্রবার শ্রীবরদী থানায় নারী শিশু নির্যাতন দমন ও পর্ণগ্রাফী আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাতেই তাকে গ্রেফতার করে। শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী সত্যতা নিশ্চিত করে বলেন, মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের পর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ঘটনায় অভিযুক্ত ইউসুফকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে ভিডিও ক্লিপটি উদ্ধার করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। ২৫ নভেম্বর শনিবার দুপুরে গ্রেফতারকৃত ইউসুফকে আদালতে সোপর্দ করেছে শ্রীবরদী থানা পুলিশ।
৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে