শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। ২৮ নভেম্বর মঙ্গলবার বিকালে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের পর ইউএনওর কাছে থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। প্রতিদ্বন্দ্বিতা করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছি।
৩ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে