আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম। ৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি বিশ্বজিৎ রায়, সাবেক সহ সভাপতি কামাল হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন সহ শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এডিএম শহিদুল ইসলাম আগামী ২০২৪ সালের ০৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে নৌকায় ভোট চান এবং দোয়া কামনা করেন।
৩ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ২৬ মিনিট আগে