বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর শুক্রবার পদ্মা ব্যাংকের নিচতলায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে নবগঠিত কমিটি উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্স চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকে পুস্পাস্তাবক অর্পণ করেন। সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জাহিদুল ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম হিরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ। এছাড়াও বক্তব্য রাখেন, আমিনূল ইসলাম, মিজানূর রহমান, সন্তান কমিটির সদস্য ফারুক আহাম্মেদসহ অন্যন্যরা। কেন্দ্রীয় কমিটির অনুমোদিত ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি সাইফুল ইসলাম ও জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পরিচিত সভায় প্রধান অতিথি নুরুল ইসলাম হিরু আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে এই কমিটিকে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আহবান জানান। কমিটির সভাপতি সাইফুল ইসলাম জানান, পর্যায়ক্রমে কমিটিতে আরো সদস্য অন্তর্ভুক্ত করা হবে।
৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে