আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের প্রথম দিন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ৩ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মনোনয়নপত্র বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আব্দুল্লাহ আল খায়রুম এ ঘোষণা দেন। জেলা নির্বাচন অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মনোনয়নপ্রত্র যাচাই বাছাইয়ের প্রথম দিন সোমবার শেরপুর-৩ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। এ যাচাই বাছাই শেষে ১০ জন ভোটারের সমর্থনসূচক তালিকায় তথ্যের গরমিল থাকার কারণে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রার্থীরা হলেন, মোহসিনুল বারী রুমি (আ’লীগ স্বতন্ত্র), মিজানুর রহমান রাজা (আ’লীগ স্বতন্ত্র) ও এইচএম ইকবাল হোসাইন (আ’লীগ স্বতন্ত্র)। বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে