শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের আয়োজনে ৬ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া কালিমন্দির সংলগ্ন স্কুল মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন। পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম বলেন, পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাকের মাধ্যমে দরিদ্র, অসহায় মানুষদের সহায়তায় সব সময় এগিয়ে আসি। এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতী উপজেলার অসহায় ও দুস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীতার্ত জনসাধারণের মধ্যে দুই শতাধীক কম্বল দেওয়া হচ্ছে। আমরা যাতে এই মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া’র সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) খোরশেদ আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, পুনাকের সহ-সভাপতি সাবরিহা সুলতানা সুপ্রি, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের শেরপুর জেলা শাখার সভাপতি দেবাশীষ ভট্রাচার্য্য, বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়ন শেরপুর জেলা শাখার সভাপতি রুয়েল চন্দ্র কোচ, উপজেলা পঞ্চগ্রাম সার্বজনিন পূজা উদযাপন কমিটির সভাপতি মাদব চন্দ্র হাজং, উপজেলা হাজং কল্যাণ সমিতির সভাপতি নীল মাদব হাজং প্রমুখ। শীতবস্ত্র বিতরণের আগে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, রাংটিয়া কালিমন্দিরে পৌছার পর ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে ওসি মনিরুল আলম ভুইয়া ফুলেল শুভেচ্ছা জানান ও আদিবাসী শিল্পীদের আয়োজনে এক নৃত্য অনুষ্ঠিত হয়।
৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে