আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ১১ ডিসেম্বর ২০২৩ সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ঝিনাইগাতী থানা পুলিশ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন, পণ্য ক্রয়ের রশিদ, পণ্যের মজুদ ও বাজারদর যাচাই করা হয়। পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী তিনটি মামলায় ঝিনাইগাতী গ্রামের বাদশা মিয়ার পুত্র নয়নকে ৫০০০ টাকা, চাপাজোড়া গ্রামের আলী আকবরের পুত্র সাইফুলকে ১৫০০ টাকা এবং ঝিনাইগাতী গ্রামের শাহজাহানের পুত্র মুহিবকে ১০০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ৪৫ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আগে