শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কান্দুলী আশ্রয়ণ কেন্দ্র হইতে উত্তর দারিয়ারপাড় পলো হাজীর বাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণ করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন একাধারে টানা তিনবারের ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। চেয়ারম্যানের নিকট এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাস্তাটি নির্মাণের জন্য। পরে তিনি হতদরিদ্র কর্মসূচি প্রকল্পের আওতায় ওই রাস্তাটি নির্মাণ করেন। গত ১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। রাস্তা নির্মাণের কাজ প্রায় শেষের দিকে।
ইতিমধ্যেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান সরেজমিনে রাস্তার নির্মাণ কাজ পরিদর্শন করেছেন। রাস্তাটি নির্মাণ হওয়ায় দুই গ্রামের মানুষ ও ব্যবসায়ীদের স্বল্প সময়ে যাতায়াত এবং পণ্য পরিবহনে সুবিধা হয়েছে। নতুন রাস্তাটি নির্মাণ হওয়ায় বাগেরভিটা ও উত্তর দারিয়ারপাড় গ্রামের বসবাসকারী জনগণ ইউপি চেয়ারম্যানসহ বর্তমান সরকারের সফলতা কামনা করেছেন।
৩ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে