কারিতাস সীডস কর্মসূচি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার প্রকল্প সমাপনী সভা সিঙ্গাবরুনা ইউপি হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর ২০২৩ বুধবার সীডস প্রকল্পের ৫ বছর মেয়াদী এ সমাপনী সভায় উপস্থিত ছিলেন, সিঙ্গাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসএম লিটন, উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা জাহিদ হাসান, ইউপি সদস্য মনোয়ারা বেগম প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে কারিতাস শ্রীবরদী সীডস কর্মসূচির উপজেলা সমন্বয়কারী সত্যজিত মৃ, ঝিনাইগাতী উপজেলা সমন্বয়কারী প্রমা প্রিসিলা ম্রং, মাঠ সহায়ক পবিত্র ম্রং, প্রান চিরান, কর্নেল আরেংসহ ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, টিবেট গ্রেজুয়েট, সিএসি, প্রি-স্কুল শিক্ষক, চাইল্ড ক্লাব ফ্যাসিলিটেটর, সংলাপ এনিমেটর, কিশোরীসহ উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। সীডস প্রকল্পের ৫ বছরের অর্জন সমূহ উপস্থাপন করা হয়। উপস্থাপনের পরিপ্রেক্ষিতে প্রকল্প অংশীদারগণ নিজ নিজ অনুভূতি ব্যক্ত করার মধ্য দিয়ে তাদের ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন।এছাড়াও উপস্থিত অতিথিগণ সংক্ষিপ্তভাবে তাদের মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে কারিতাস সীডস কর্মসূচিকে তার এলাকার মানুষের উন্নয়নে কাজ করার জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে প্রকল্প সমাপনী সভা সমাপ্ত ঘোষণা করেন।
৩ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে