১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শেরপুর জেলা পুলিশ আয়োজনে ১৭ ডিসেম্বর রোববার দুপুরে জেলা শহরের অষ্টমীতলাস্থ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে ওই সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
এসময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের সাথে পুলিশ বাহিনীর সদস্যরাও দেশকে হানাদার মুক্ত করতে অকাতরে জীবন উৎসর্গ করেছে। আজকে ক্ষুদ্র পরিসরে শেরপুর জেলা পুলিশ অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে এবং তাদের এই সংবর্ধনা দিতে পেরে শেরপুর জেলা পুলিশ গর্বিত।
তিনি আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে শেরপুর জেলা পুলিশ। নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশনা মোতাবেক শেরপুর জেলার ৩ আসনে সংসদ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে সেজন্য উপস্থিত সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক, শেরপুর প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধা মোঃ নওজেশ আলী খান, মোঃ আমিনুল ইসলাম, মহির উদ্দিন।
বক্তব্য শেষে জেলার ১২ জন অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম-সেবা।
এসময় ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের মিয়া, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল আলম ভূঁইয়া, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ূম খান সিদ্দিকী, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
৩ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে