শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দুধনই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। বিদ্যালয়ের এসএমসি কমিটির সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম মঈন উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ দুদু। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গজারিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে আজাদ, উত্তর কান্দুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন, ওই বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আব্দুস সালাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। ফলাফল শেষে কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, দুধনই সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষকরা নিয়মিত পাঠদানের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলা ধুলায় উৎসায়িত করে আসছে, স্কুলের বর্তমান প্রধান শিক্ষক নূরে আলম মঈন উদ্দিনের দিক-নির্দেশনায় প্রতি বছর ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল অর্জন করে আসছে।
৩ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে