শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে দলীয় মনোনীত প্রার্থী এডিএম শহিদুল ইসলামের নৌকার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের। এতে আওয়ামীলীগের নেতাকর্মী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। নৌকার কান্ডারী হয়ে ব্যস্ত সময় পার করছেন এডিএম শহিদুল ইসলাম। একই দলের স্বতন্ত্র প্রার্থী হয়ে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনের মাঠ চসে বেড়াচ্ছেন এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। দুই প্রার্থীই দুই উপজেলার চেয়ারম্যান ছিলেন। পদত্যাগ করে একজন নৌকা প্রতীক পেয়েছেন, অপরজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এবার সাধারণ ভোটাররা বলছেন, নেতাদের কথাই আর ভোট দিবনা, নিজের চিন্তা ধারায় যোগ্য প্রার্থীকে ভোট দিব। এতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে সাধারণ ভোটাররা এ প্রতিনিধিকে জানান। এছাড়াও এ আসনে লড়ছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী সুন্দর আলী, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রকৌশলী মোঃ ইকবাল আহসান, স্বতন্ত্র প্রার্থী কেতলি প্রতীকের মিজানুর রহমান রাজা।
৩ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে