শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী উত্তর বাজারে তানবীরুল উম্মাহ মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মাদ্রাসা চত্বরে তানবীরুল উম্মাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নাজমুল হকের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজনগর রহমানিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা’র অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মালিঝিকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম, পাঁচগাও দাখিল মাদ্রাসা’র সুপার মাওলানা জাহিদ উল্লাহ, অভিভাবক অতিথি নন্নী ইসলামীয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা ফায়জুল ইসলাম। জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠানটির মূলপর্বে ছিল, অতিথিদের বরণ, পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামীক সংগীত পরিবেশন, বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ। এছাড়াও ইসলামী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তানবীরুল উম্মাহ মাদ্রাসার জেনারেল ও হেফাজ বিভাগের শিক্ষার্থীদের জানাযা নামাজ প্রদর্শনী। এতে অংশ নেন, তানবীরুল উম্মাহ মাদ্রাসার হেফজ ও জেনারেল বিভাগের ৪১০ শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, অতিথিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
৩ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে