শেরপুরের ঝিনাইগাতী উপজেলার তেতুলতলা এলাকায় নৌকা প্রতীকের প্রচারণা কেন্দ্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে বৈদ্যুতিক আলোকসজ্জা করার অপরাধে নৌকা প্রতীকের পক্ষে মো: আব্দুল লতিফের পুত্র রফিকুল ইসলামকে দুই হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। ১ জানুয়ারি ২০২৪ সোমবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর এ জরিমানা করেন। সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর বলেন, নির্বাচন বিধি অমান্য করে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তেতুলতলা এলাকায় নৌকা প্রতীকের প্রচারণা কেন্দ্রে বৈদ্যুতিক আলোকসজ্জা করার অপরাধে এ জরিমানা করা হয়। তিনি আরও বলেন, যারা নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন করবেন তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।
৩ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে