শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের ট্রাক প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। প্রচারণায় শেষ দিন ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সাধারণ ভোটারদের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ উদ্দিন সরকারের সভাপতিত্বে ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক পৌর মেয়র আবু সাঈদ, রানিশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি ফারুক আহমেদ ফারুক, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সন্তান ফকির সাইফুল ইসলাম, সিএনজি শ্রমিক সমিতির সভাপতি রজব আহমেদসহ আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আগামী ৭ জানুয়ারি ট্রাক প্রতীককে বিজয়ী করার আহবান জানান আলহাজ্ব এসএম ওয়ারেজ নাইম। সভা চলাকালীন সময়ে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা থেকে আওয়ামীলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, জাসদ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা সভায় অংশ গ্রহন করেন। এতে প্রায় ৩০ হাজার লোকের সমাগম ঘটে।
৩ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে