শীতে কাপছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়। ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে অবস্থিত শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে ২ লক্ষাধিক মানুষের বসবাস। পাহাড় আর গারোদের বসবাসের কারণে গারো পাহাড় হিসেবে পরিচিত এ উপজেলা। এ গারো পাহাড়ে গত ৩দিন ধরে শৈত্য প্রবাহ বইতে শুরু করেছে। ঘন কুয়াশা হিমেল হাওয়া ও কনকনে শীতে এ গারো পাহাড়ের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সন্ধ্যার পরপরই রাস্তা-ঘাট হয়ে পড়ছে জনশূণ্য। আদিবাসীসহ ছিন্নমূল ও দরিদ্র পরিবারের লোকজন শীতবস্ত্রের অভাবে শীতে জবুথবু হয়ে পড়েছে। আদিবাসী অধ্যুষিত এ গারো পাহাড়বাসীরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। ফুটপাতের পুরাতন শীতবস্ত্রের দোকানগুলোতেও লক্ষ করা গেছে উপচেপড়া ভীড়। ঘন কুয়াশার কারনে গত ৩ দিনেও সূর্যের মুখ দেখা যায়নি। শীতের কারণে শ্রমজীবি মানুষ কাজে বের হতে পারছে না। শীতজনিত কারন ও ঘন কুয়াশায় বোরো বীজতলাসহ রবি শস্যের ক্ষতির আশংকা করছেন কৃষকরা।
৩ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে