শেরপুর জেলার ঝিনাইগাতীতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারি সোমবার সকালে উপজেলা পরিষদের বাস্তবায়নে জিওবি ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা’র) অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কারিগরী তত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে বেঞ্চ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, জাইকার উপজেলা প্রতিনিধি শাহিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার নূরুন নবীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। উল্লেখ্য, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩ লাখ ৪৪ হাজার ৩১৫ টাকা ব্যয়ে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলার ১৯ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজে ২ শত ১৭ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়।
৩ দিন ৯ ঘন্টা ৩ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে