শেরপুরের ঝিনাইগাতীতে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রমোশনাল রিসার্স এ্যাডভোকেসি ট্রেনিং এ্যাকশন ইয়ার্ড (প্রত্যয়) এর বাস্তবায়নে ও ঝিনাইগাতী উপজেলা প্রশাসন এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো শেরপুরের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে ২০২৪ সালের নতুন বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার সকালে ঝিনাইগাতী ব্রীজপাড়, হায়দার আলীর বাড়ী, শিখন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষা উপকরণ বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। প্রত্যয়ের জেলা প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাফুজার রহমান মন্ডলের সভাপতিত্বে ও শেরপুর সদর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো: সায়েদুর রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম সুপারভাইজার শাহ আলম, শিখন কেন্দ্রের শিক্ষিকা মিনারা বেগমসহ অন্যান্য শিখন কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকগণ। জানা যায়, ঝিনাইগাতী উপজেলায় চলমান ৪র্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪), (সাব-কম্পোনেন্ট ২.৫) আউট অব স্কুল চিল্ড্রেন প্রোগ্রাম এর ৭০টি উপানুষ্ঠানিক শিখন কেন্দ্রের ২ হাজার ১ শত শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল, নতুন বছর ২০২৪ সালের বই, খাতা ও কলম। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
৩ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১৩ মিনিট আগে