শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত “ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিঃ” এর ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন/২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী শনিবার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে মোখলেছুর রহমান খান মক্কু (চাকা), ৫৮৬ ভোট, সহ-সভাপতি পদে কামরুল হাসান কামরান (টেলিভিশন), ৬০২ ভোট, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আতা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সহ-সাধারণ সম্পাদক পদে হানিফ উদ্দিন (উড়োজাহাজ), ৫৬২ ভোট ও কোষাধ্যক্ষ পদে জাহিদুল হক মনির (মোটরসাইকেল), ৬৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নাজমুল হক সম্রাট (লাটিম), ৭৪৮ ভোট, লিটন শেখ (হাঁস), ৬৮৭ ভোট, মনির আহম্মেদ (গরুর গাড়ি), ৬৭২ ভোট ও আবুল কালাম কালা (বাঘ), ৫৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ৯ সদস্য বিশিষ্ট এ ব্যবস্থাপনা পরিষদটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে। মোট ভোটার সংখ্যা ছিল ১১৮০ জন। নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
৩ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে