“বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। ৩০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, বিজ্ঞান বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী। এসময় অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কিউরেটর মোঃ আনিছুর রহমান, সহকারী কিউরেটর এসএম আবু হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, সরকারী আদর্শ কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামসহ অন্যান্যরা। এসময় মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগমসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান বক্তৃতা অনুষ্ঠিত হয়। মেলায় ২২টি স্টলের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান।
৩ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে