সারা দেশের ন্যায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শান্তিপূর্ণ পরিবেশে বাংলা ১ম পত্র পরীক্ষার মধ্য দিয়ে ২০২৪ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রথম দিন ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ২ শত ২৩ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করার কথা ছিল। তন্মধ্যে ২৬ জন অনুপস্থিত থাকায় ২ হাজার ১ শত ৯৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। সুষ্ঠু ভাবে পরীক্ষা গ্রহণের জন্য কেন্দ্রগুলো পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর। এছাড়াও প্রতিটি কেন্দ্রে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। পরীক্ষার মূল কেন্দ্র, ঝিনাইগাতী সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এবং ভেন্যু কেন্দ্রগুলো হচ্ছে, ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রী কলেজ, আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতী দারুল ইসলাম দাখিল মাদ্রাসা, দিঘীরপাড় ফাযিল মাদ্রাসা।
৩ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে