“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দ্বিতীয়বারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, ইউপি সদস্য জাহিদুল হক মনির। আলোচনা সভায় অংশ নেন, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ। অপরদিকে, একইদিনে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৩ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে