কারিতাস ময়মনসিংহ অঞ্চল আলোক ৩ প্রকল্পের ধোবাউড়া জোনের আয়োজনে এবং ক্যাথলিক স্যাকিউরস কারিতাস ফ্রান্স এর সহযোগিতায় বসতবাড়িতে শাকসবজি চাষ এবং গৃহপালিত প্রাণী পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বিড়ইডাকুনী মিশন হলরুমে হালুয়াঘাট উপজেলায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণ উদ্বোধন করেন বিড়ইডাকুনী ধর্ম পল্লীর পাল পুরোহিত রেভা ফাদার মনিন্দ্র এম চিরান। ২ দিনব্যাপী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তারেক আহমেদ, উপ সহকারী কৃষি কর্মকর্তা আ.ন.ম. মাহবুবুল হক অপু, কারিতাস আলোক-৩ প্রকল্পের ফোকাল পার্সন মি. বাঁধন চিরান, আলোক-৩ প্রকল্পের কৃষি কর্মকর্তা মিস এনা নকরেক, মাঠ কর্মকর্তা মি. অতুল ম্রং, নিশান রেমা। উক্ত প্রশিক্ষণ এ অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন, ধোবাউড়া জোনের ৪টি নারী কৃষক দলের ২০ জন সদস্যবৃন্দ এবং সহকারী পাল পুরোহিত রেভা ফাদার কল্যাণ রেংচেং এর সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে ২ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি হয়।
৩ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে