ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের সঞ্চালনায় কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ অন্যান্য নেতাকর্মীগণ। সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। কর্মী সমাবেশের আগে হাজী অছিমদ্দিন আমরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুমের নেতৃত্বে ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান।
৩ দিন ৬ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ২৫ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে