“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কারিগরি সহায়তায় উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল লতিফ। অনুষ্ঠানে নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামন, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, ফায়ার সার্ভিসের সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। দুর্যোগ থেকে রক্ষা পেতে ফায়ার সার্ভিসের একটি দল রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক মহড়া প্রদর্শন করেন।
৩ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৩ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৪ দিন ৭ ঘন্টা ২৯ মিনিট আগে