সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার নালিতাবাড়ীর নন্নী ইউনিয়নে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ইবির আরবী বিভাগে স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় ও সভাপতির দায়িত্ব হস্তান্তর আনুলিয়ায় ৫০০ পরিবারকে হাইজিন ডিগনিটিকিটস ও নগদ অর্থ সহায়তা ঝিনাইগাতীর গজনী অবকাশের মিনি চিড়িয়াখানায় বন্য প্রাণী অপরাধ দমন টিমের অভিযান, ১৭ বন্য প্রাণী আটক ক্ষেতলালে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ ঘাটাইলে বাব ছেলেকে কুপিয়ে আহত করার প্রতিবাদ ও আ'লীগ নেতার বিচারের দাবিতে মানববন্ধন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯০ শতাংশ দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অবৈধভাবে ডাম্পার পরিচালনাকালে মোবাইলকোর্টে জরিমানা শৈলকুপায় বিপ্লব সুপার হাইব্রিড পেয়াজ এর মাঠদিবস অনুষ্ঠিত গজ, সিরিঞ্জ ছারাই চলছে গলাচিপা হাসপাতালের জরুরী বিভাগ বাকৃবি কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন সাঁতার কেটে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিলেন ১৫ সাঁতারু শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই ধুলোর ঝাঁপি থেকে ফানেল ঘূর্ণি: কোন ঝড় কত ভয়ংকর আদমদীঘিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ট্রাক্টর চালককে হত্যা মোংলায় কোস্টগার্ডের অভিযানে হরিণের চামড়াসহ ২৪ কেজি মাংস উদ্ধার পাগলা মসজিদের দানবাক্সে টাকা ও স্বর্ণালংকারের সাথে চিরকুট আগুনে পুড়লো বসতঘর, গুরুতর আহত-২, ক্ষয়ক্ষতি ৬ লাখ

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র ও সমাজ বদলে গেছে : শেরপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র, সমাজ ও দেশ বদলে গেছে। বদলায় নাই শুধু বিএনপি, কয়লা ধুলে ময়লা যায় না। যদি তারা বদলাতো রাষ্ট্রের স্বাধীন ব্যবস্থা নিয়ে আজ আমাদের ভাবতে হতো না। রাষ্ট্রের স্বাধীনতা বিরোধী সকল চক্রের একটি মাত্র প্ল্যাটফর্ম বিএনপি। বিএনপিতে জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, একাত্তুরের খুনি ও হত্যাকারীদের জায়গা। প্রতিমন্ত্রী আরো বলেন, একটি জনপ্রিয় দেশে জনপ্রিয় রাষ্ট্রনায়কের নাম হলো জননেত্রী শেখ হাসিনা। আজ বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, সেই রাষ্ট্র ব্যবস্থাকে আজ তারা বদলে ফেলতে চায়। অনুষ্ঠানে কোমলমতি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, জীবনে প্রথমে যে ভোটটি দিবে সে ভোটটি তোমরা দয়া করে স্বাধীনতার পক্ষের শক্তি নৌকায় দিও। জাতির পিতা বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন আজ তার কন্যা জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা দৃঢ় বিশ্বাস করি যতদিন শেখ হাসিনার হাতে ক্ষমতা থাকবে পথ হারাবে না বাংলাদেশ। শেরপুরে জেলা সাহিত্য মেলা উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এর আগে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেরপুর জেলা প্রশাসকের বাস্তবায়নে বাংলা একাডেমি সমন্বয়ে ও সংষ্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ২২ অক্টোবর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌসের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমি মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব ও বৃহত্তর ময়মনসিংহ সাংষ্কৃতিক ফোরামের নির্বাহী সভাপতি মো. আবদুস সামাদ ফারুক, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, শেরপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ.জেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের প্রফেসর মো. আব্দুর রশীদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা ইউনিট কমান্ড সাবেক কমান্ডার এএসএম নুরুল ইসলাম হিরো, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড সাবেক কমান্ডার এডভোকেট মো. মোখলেছুর রহমান আকন্দ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলার বিভিন্ন স্তরের কবি-সাহিত্যিক, লেখক, গবেষক, শিক্ষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর