দ্বিতীয় ধাপের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের নকলায় চেয়ারম্যান পদে এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আবু হামযা কনক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন লাকী আক্তার। ২১ মে মঙ্গলবার রাতে উপজেলা নির্বাচন অফিস হলরুমে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন এ ফল ঘোষণা করেন। চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, দোয়াত-কলম প্রতীকে ২০ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. মোকশেদুল হক শিবলু পেয়েছেন ১৯ হাজার ২১৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনক, চশমা প্রতীকে ৩১ হাজার ১৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন সরকার বাবু পেয়েছেন ২৭ হাজার ১৪২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে গত দুই বারের পরাজিত লাকী আক্তার, প্রজাপতি প্রতীকে ৬১ হাজার ২৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতীকের প্রার্থী উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৮ হাজার ১৩৪ ভোট। মঙ্গলবার সকাল ৮টা থেকে উপজেলার ৭৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়, যা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। সকালের দিকে খানিকটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ে। বিশেষ করে নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তিপূর্ণভাবে নকলা উপজেলায় ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়, কোথাও কোনও গোলযোগের ঘটনা ঘটেনি। নকলা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন। এতে পুরুষ ভোটার ৮৮ হাজার ৩৭৬ জন এবং নারী ভোটার ৯১ হাজার ২৩০ জন। নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন অফিস সূত্রে জানা গেছে, ৭৯ জন প্রিজাইডিং অফিসার, ৪৬৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৯২৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন। তাছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যগণ নিজ নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেছেন।
২ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে