সারাদেশের ভূমি বিষয়ক কাজের সাথে জড়িত বিভিন্ন দপ্তর, সংস্থা এবং মাঠ পর্যায়ে কর্মরত সহকারী কমিশনার(ভূমি) দের উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ২৩ মে ২০২৪ বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা তেজগাঁও কেন্দ্রীয় ভূমি ভবন সেমিনার হল রুমে ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান একেএম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো: আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ। উক্ত অনুষ্ঠানে নাগরিক হয়রানি রোধ এবং সরকারের স্বার্থ সংরক্ষণের জন্য “সরকারি স্বার্থ রক্ষায় সরকারি স্বার্থ সংশ্লিষ্ট ভূমিতে ভূমি উন্নয়ন করের রসিদ প্রদান বন্ধকরণ এবং নামজারী অনুমোদনের ক্ষেত্রে সরকারি স্বার্থ যাচাই সহজীকরণ” শিরোনামে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করার জন্য শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: আশরাফুল কবীর প্রথম স্থান লাভের গৌরব অর্জন করায় ভূমিমন্ত্রী তার হাতে সম্মাননা সনদ তুলে দেন। এই উদ্যোগে বাস্তবায়নের মাধ্যমে কোন জমিতে সরকারি স্বার্থ জড়িত আছে কিনা তা একটি ক্লিকের মাধ্যমে জানা সম্ভব হচ্ছে। নাগরিকগণ ভূমি ক্রয়ের পূর্বে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট ভূমি ওয়েবসাইটে যাচাই করার মাধ্যমে নিশ্চিত হতে পারবে। ফলে ভূমি ক্রয় পরবর্তী আইনি জটিলতা এড়াতে পারবে। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর ও সংস্থা এবং মাঠ পর্যায় থেকে ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত ১০টি ইনোভেশন উদ্যোগ প্রদর্শিত হয়েছে।
২ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে