শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ও নলকুড়া ইউনিয়নের সীমান্ত এলাকায় বসবাসকারীদের মাঝে হাতি তাড়াতে টর্চ লাইট বিতরণ করা হয়েছে। ২৫ মে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার রাংটিয়া ফরেস্ট অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ টর্চ লাইট বিতরণ করেন, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। বিতরণ অনুষ্ঠানে সচেতনতামূলক বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, রাংটিয়া রেঞ্জের ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল করিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও রুকনুজ্জামান। বিতরণ কার্যক্রমের সঞ্চালনার দায়িত্বে ছিলেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম। নলকুড়া ও কাংশা দুই ইউনিয়নের ৪০ জন মানুষের মধ্যে উপজেলা প্রশাসনের অর্থায়নে এ টর্চ লাইট বিতরণ করা হয়। উল্লেখ্য, ইদানীং হাতির উপদ্রুত দেখা দেওয়ায় সীমান্ত এলাকার গ্রামগুলোতে হাতি ঢুকে ফসল খেয়ে যায়। এই টর্চ লাইট দেওয়ার ফলে উপকৃত হবে গ্রামবাসী। এই টর্চ লাইট হাতি তাড়ানোর সহায়ক হবে।
২ দিন ১৯ ঘন্টা ৩২ মিনিট আগে
২ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৩৯ মিনিট আগে