শেরপুরের ঝিনাইগাতীতে ২ গ্রাম হেরোইনসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের সময় থানা পুলিশের এক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঝিনাইগাতী উপজেলা সদরের মৃত আবুল শেখের ছেলে সাইদুল ইসলাম (৩৬) ও বন্ধভাটপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪০)। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়ার নির্দেশে এসআই রাজিব ভৌমিক, এএসআই রাফেল চাম্বুগং সহ সঙ্গীয় পুলিশ নিয়ে বন্ধভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২গ্রাম হেরোইনসহ ওই ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে। এতে কাউকে ছাড় দেয়া হবেনা বলেও জানান তিনি।
৫ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৫ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
৬ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে