বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গাজীপুর জেলা সমিতির নবীন বরণ ও ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স কক্ষে নবীন বরণ ও ফল উৎসবের আয়োজন করে গাজীপুর জেলা সমিতি।
অনুষ্ঠানে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনার সভাপতিত্বে এবং আফসান সারওয়ার অনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি অধ্যাপক এবং ঈশা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. সুলতান উদ্দিন ভূঁইয়া ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো জাকির হোসেন, অধ্যাপক ড.শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক শেখ মো সায়েম, সহকারী অধ্যাপক সুপ্তি মল্লিক, লেকচারার মাহবুব আলমসহ গাজীপুর জেলা সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. সুলতান উদ্দিন ভূঁইয়া বলেন,গাজীপুর একটি সমৃদ্ধ ও প্রাচীন জনপথ। ঐতিহাসিক এ অঞ্চলে জন্ম নিয়েছেন জ্ঞান-বিজ্ঞানে, শিল্প-সাহিত্যে, সামাজিক-রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী ক্ষণজন্মা অনেক ব্যক্তিবর্গ। দেশবরেণ্য মহান ব্যক্তিবর্গের জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে দেশ ও জাতির জন্য অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
৬ দিন ৫৬ মিনিট আগে
৬ দিন ১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৬ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৭ দিন ১৫ ঘন্টা ২০ মিনিট আগে
৯ দিন ১৫ ঘন্টা ১ মিনিট আগে
১১ দিন ১৭ ঘন্টা ৪২ মিনিট আগে
১২ দিন ১৬ ঘন্টা ১০ মিনিট আগে
১৪ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে