ঐতিহ্যবাহী ঢাকা কলেজের আবাসিক ছাত্রদের পড়াশোনার সুবিধার্থে রিডিং রুমগুলোর সংস্কারের দায়িত্ব নিয়েছে কলেজ প্রশাসন । এ ব্যাপারে হল প্রভোস্ট আনোয়ার মাহমুদ বলেন, 'আমাদের ছাত্ররা মেধাবী । তাঁরা ঠিকমতো পড়াশোনা করতে চায় । সেজন্য যা যা করার দরকার আমরা করবো । তিনি আরো যোগ করেন রিডিং রুমের ফ্যান, লাইট, বেঞ্চ যেগুলো আছে সেগুলো যেন মানসম্মত ও সচল থাকে সেই দিকে আমরা নিয়মিত নজড়দারি করছি '।
তাছাড়া ঢাকা কলেজ ছাত্রাবাসের রিডিং রুমগুলোর উন্নতির ব্যাপারে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফের সাথে কথা বললে তিনি রিডিং রুমের পরিবেশ শিক্ষার্থী বান্ধব করার জন্য বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন । তিনি বলেন,'আগামী সপ্তাহে আমরা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে রিডিং রুমের জানালায় পুরাতন গ্লাসগুলো সরিয়ে নতুন উন্নত গ্লাস লাগাবো । পুরাতন বেঞ্চ, ফ্যান চেয়ার টেবিল সরিয়ে নতুন গুলো ব্যবহার করবো । তাছাড়া রিডিং রুমের ফ্লোরগুলোতে টাইলস বসিয়ে দেওয়ার কথা ভাবছি । শিক্ষার্থীরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে সেজন্য রিডিং রুমগুলোকে আমরা সেভাবেই সাজানোর ব্যবস্থা করছি । '
উল্লেখ্য যে ঢাকা কলেজে মোট ৮ টি ছাত্রাবাস রয়েছে ।
২৫ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১০৯ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১১১ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১১৯ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১২৩ দিন ৪০ মিনিট আগে
১৩৩ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩৬ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে