বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার ২০২৩- ২৪ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের শিক্ষার্থী অমিত হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাছান মনোনীত হয়েছে।
আজ ২৪ আগস্ট (বৃহস্পতিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ।
বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি অমিত হাসান বলেন, ২০২৩-২৪ কার্যবর্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার সভাপতির দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। কারণ দেশের এটি সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। সেইসাথে ফোরাম আমার প্রতি যে আস্থা রেখেছে তার আস্থার প্রতিদান দিতে আমি সর্বদা সচেষ্ট থাকব এবং আমাকে দায়িত্ব পালনের সুযোগ প্রদানের জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা। ফোরামের বর্তমান ও সাবেক সকল সদস্য, সংগঠক ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের সুপরামর্শে দায়িত্ব পালনে সচেষ্ট থাকব। সেজন্য আমি সবার নিকট দোয়া ও সহযোগিতা কামনা করি ।
দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাকিবুল হাছান বলেন, আলহামদুলিল্লাহ ২০২৩-২৪ কার্যবর্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। কেননা এত বড় একটা সংগঠনে দায়িত্ব পালন আমার জন্য সত্যি সৌভাগ্যের। আমাকে দায়িত্ব প্রদানের জন্য ফোরামের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো ইন শা আল্লাহ। আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।
উল্লেখ্য, 'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করা সহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।
২৫ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১০৯ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১১১ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১১৯ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১২৩ দিন ৪০ মিনিট আগে
১৩৩ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩৬ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে