◾ সাকিবুল হাছান : ইংরেজি এমন একটি ভাষা যার মাধ্যমে আপনি চাইলে পৃথিবীর যে কোন দেশে গিয়ে জীবন পরিচালনা করতে পারবেন। অথচ বাংলাদেশে বেশিরভাগ শিক্ষার্থীই ইংরেজিতে কথা বলতে ভয় পায়। অনেক মনে মনে চিন্তা করে, ইংরেজিতে কথা বলার সময় যদি ভুল করে ফলি মানুষ কি মনে করবে। এই একটা চিন্তাই আমাদেরকে ইংরেজি থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে৷ কিন্তু ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে। আপনার সঠিক ভাবে ইংরেজি জানা থাকলে দেখবেন নিজের ওপর নিজের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে।
তবে, বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা সেহেতু আমরা সবসময় সবার সাথে বাংলায় কথা বলি। যার কারণে আমাদের ইংরেজি শিখা টা সঠিকভাবে হয়ে উঠে না৷ ইংরেজি শিখার জন্য চাই একটু সুন্দর পরিবেশ যেখানে সঠিকভাবে ইংরেজি ভাষা শিখা যাবে৷
এই বিষয়গুলো কে মাথায় রেখে ২০১৭ সালে একঝাঁক তরুন শিক্ষার্থী ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠান করে। প্রতিবছর ঢাকা কলেজের শতশত শিক্ষার্থী ইংলিশ ল্যাঙ্গুয়েজ
ক্লাবে যুক্ত হয় এবং অনেক শিক্ষার্থী আছে যারা ইংরেজিতে ভালো কথোপকথন করতে পারে সেইসঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে এওয়ার্ড অর্জন করে৷
ইতোমধ্যে ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের ২০২৩-২০২৪ সনের কার্যনির্বাহী সদস্যদের তালিকা ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন মো. আনোয়ারুল ইসলাম সম্রাট এবং মো. রফিকুল ইসলাম জুনায়েদ সাধারণ সম্পাদক হয়েছেন।
ক্লাবটির সভাপতি বলেন, ঢাকা কলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ঢাকা কলেজের সবচেয়ে সম্মানিত ক্লাবগুলির মধ্যে একটি। যার লক্ষ্য ইংরেজি শিখতে সহায়তা করা এবং শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করা। যা " স্মার্টনেসের জন্য কথা বলুন এবং শান্তির পক্ষে দাঁড়ান" এই নীতি বহন করে। কার্যকর যোগাযোগ এবং ইংরেজি ভাষা বিবেচনা করে, ডিসিইএলসি শিক্ষার্থীদের মধ্যে ইংরেজি ভাষায় দক্ষ করে তুলতে কাজ করে। বিভিন্ন বিষয় ও থিমের ইভেন্ট সাজিয়ে ডিসিইএলসি দেশের সেরা সহ-পাঠ্যক্রমিক অ্যাক্টিভিটি ক্লাবের তালিকায় স্থান করে নিয়েছে। 2018 সালে, DCELC তার প্রথম গ্র্যান্ড ইভেন্ট, "DCELC প্রেজেন্টস, 1st English language festival" এর মাধ্যমে একটি ক্লাব হিসাবে তার খ্যাতি এবং বিশ্বাসযোগ্যতার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। পরবর্তীতে ক্লাবটি সেমিনার, সাপ্তাহিক সেশন, ইন্ট্রার ফেস্ট ইত্যাদির আয়োজন করে সাফল্য অর্জন করে। এমন একটি সংগঠনের সভাপতি হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
ক্লাবটির সদ্য পদকপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ঢাকা কলেজ ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, কলেজের সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি আর্শিবাদস্বরুপ।কেননা, বর্তমান সময়ে ইংরেজি ভাষায় দক্ষ ব্যাক্তিদের চাহিদা অনেক। যেটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন কোচিং ব্যাবসা। কিন্তু এসব কোচিং শেষে শিক্ষার্থীরা তেমন কিছু শিখতে পারে না। কারণ সেখানে নেই কোন প্র্যাকটিকাল প্লাটফর্ম। কিন্তু আমাদের ক্লাবের সদস্যদের একটি সুন্দর প্রাক্টিকাল প্লাটফর্ম দিয়ে থাকে এবং সঠিকভাবে তারা শিখতে পারে। আর এরকম একটি ক্লাবের দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। কেননা, এখানে যেমন আমি শেখাতে পারবো,আবার আমি শিখতেও পারবো।
২৫ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১০৯ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১১১ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১১৯ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১২৩ দিন ৪০ মিনিট আগে
১৩৩ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩৬ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে