◾ তামিম হোসেন : একটা কৃষক যখন চাষ, সেচ দিয়ে, ঘাম ঝড়িয়ে ফসল চাষ করে। শত পরিশ্রম করে যখন দেখ পায় তার খেতে সোনালী ফসল ফলে তখন তার মুখে যেমন সোনালী হাসি ফুটে তখন সব কষ্ট ভুলে যায়। একটা শিক্ষার্থী ও ঠিক তেমনি রাত জেগে, পড়া লেখা করে পরিশ্রম করে যখন পরীক্ষা দিয়ে কাঙ্ক্ষিত রেজাল্ট পায় তখন তার মুখেও সোনালী হাসি দেখা যায়। কিন্তু যখন কাঙ্খিত রেজাল্ট না পায় তখন মন ভেঙ্গে যায়, চোখের জল গড়িয়ে পরে। কেউ বা রেজাল্ট খারাপে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কেউবা আত্মহাত্যার মতো মহা পাপ করে বসে।
আচ্ছা একটা রেজাল্টেই কি জীবনের সব? একবার খারাপ হয়েছে দেখে মন খারাপ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া। একবার চিন্তা করে দেখুন অনেকে আছে যারা মোটামুটি রেজাল্ট নিয়েও অনেক ভালো ভার্সিটিতে পড়তেছে, ভলো চাকরি করতেছ। রেজাল্ট ভালো না মানেই আপনি শিক্ষার্থী খারাপ নয়। এখন রেজাল্ট খারাপ হয়েছে দেখে ভেঙ্গে না পরে পরবর্তী পরিক্ষার জন্য বেশি পড়াশোনা করুন, বেশি চেষ্টা করুন, পরবর্তীতে ভালো কিছু করতে পারবেন। আপনি চিন্তা করবেন, হোটচ খাওয়া মানে ভেঙ্গে পড়া নয়, হোচট খাওয়া মানে নতুন ভাবে লক্ষে এগিয়ে যাওয়া। তাই রেজাল্ট খারাপ হয়েছে দেখে ভেঙ্গে না পরে, আগামীর পথে, আগামীর লক্ষে এগিয়ে যেতে থাকুন। যতটুকু পরিশ্রম করেছেন তার থেকে বেশি পরিশ্রম করুন, চেষ্টা বেশি করুন। দেখবেন আপনি আপনার কাঙ্ক্ষিত সফলতা পাবেন।
তাই একটা রেজাল্ট দেখে নিজেকে খারাপ দাবি করবেন না। নিজেকে বোঝাবেন রেজাল্ট খারাপ মানেই আমি শিক্ষার্থী খারাপ নই। আমার দ্বারা কাঙ্ক্ষিত রেজাল্ট, সফলতা অর্জন করা সম্ভব। তাই রেজাল্ট খারাপ বলে আপনার ক্যারিয়ার খারাপ এটা কখনো কল্পনা করবেন না।
• তামিম হোসেন
লেখক ও শিক্ষার্থী
২৫ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১০৯ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১১১ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১১৯ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১২৩ দিন ৪০ মিনিট আগে
১৩৩ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩৬ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে