ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে'

তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া উচিত

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-10-2022 08:24:09 am

ছবি: লেখক


◾মোঃ আবদুল্লাহ


বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ এবং আয়তনের দিক থেকে ছোট একটা দেশ। বলা যায় উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম একটি দেশ।আয়তনে ছোট ও ঘনবসতিপূর্ণ দেশ হওয়ার কারণে প্রতিটি কর্মক্ষেত্রে রয়েছে ব্যাপক প্রতিযোগিতা। একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের পক্ষেও কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। চাকরির অভাবে প্রতিবছর স্নাতকোত্তীর্ণ প্রায় ৬৬ শতাংশ শিক্ষার্থী বেকার থাকছেন এবং এই ৬৬ শতাংশ শিক্ষার্থী পরবর্তী বছর নতুন স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীর সাথে যুক্ত হয়ে চাকরির বাজারে বিপুল প্রতিযোগিতা তৈরি করছেন। আর এভাবে প্রতিবছর বাংলাদেশে শিক্ষিত বেকার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।


এই বিশাল সংখ্যক প্রতিযোগিতার মাঝে টিকতে না পেরে হতাশায় দিন কাটাতে হচ্ছে দেশের বৃহৎ অংশ স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীদের। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী বেকার সমস্যা দূর করার জন্য শিক্ষিত তরুণ প্রজন্মেকে চাকরির পিছু না ছুটে উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা দিচ্ছেন। যা অত্যন্ত ভালো পরামর্শ বলা যায়। বেকার তরুণ প্রজন্মেকে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের আওতায় এনে নতুন উদ্যোক্তা হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্তর্ভুক্ত বিডা নামক একটি প্রতিষ্ঠান এ বিষয়ে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন। এ প্রতিষ্ঠানটি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে বর্তমানে বাংলাদেশের ৬৪ জেলায় কাজ করে যাচ্ছেন। এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্প উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) নামক সরকারি প্রতিষ্ঠান। পাশাপাশি বিভিন্ন বেসরকারি এনজিও তরুণ তরুণীদের নিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র উদ্যোক্তাদের শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ ও পরামর্শ দিয়ে সহায়তা করেন এবং ঋন ব্যবস্থা ও তত্ত্বাবধান করেন।


কিন্তু পরিতাপের বিষয় হলো, এসব সংগঠন থেকে প্রাথমিক প্রশিক্ষণ নেওয়ার পরেও উদ্যোক্তরা ঋণ সহায়তার অভাবে নতুন কোনো উদ্যোগ নিতে পারছেন না । ঋণ সহায়তার পাওয়ার জন্য দেখাতে হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান, জামানত হিসেবে জায়গার দলিল প্রদান করা, নয়তো গ্যারান্টার থাকা। কিন্তু তরুণদের একটা বড় অংশ নিম্নবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের, যাদের ব্যবসা শুরু করার পুঁজি বা সম্পত্তি কোনাটাই নাই। বিভিন্ন প্রশিক্ষণ নেওয়ার পরেও ঋণ সহায়তা না পেয়ে পিছিয়ে যাচ্ছে উদ্যোক্তা হওয়ার মনোবল। একদিকে চাকরির হাট অপ্রতুল, অপরদিকে উদ্যোক্তা হওয়ার নানা প্রতিবন্ধকতা নিয়ে তরুণ প্রজন্ম চরম হতাশায় ভুগছেন।


 তাই এমতাবস্থায় কোনোভাবেই কমছেনা বেকারত্বের হার। আর সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি দেশ ও জাতির স্বার্থে তরুণ প্রজন্মের উদ্যেক্তাদের সহজ শর্তে ঋণ সহায়তার সুযোগ করে দেওয়ার মাধ্যমে এবং উদ্যোক্তা হওয়ার জন্য একটা অনুকূল ও উপযুক্ত পরিবেশ তৈরী করে দেওয়ার মুখ্য সময় এখনি। কেননা, একটি জনবহুল উন্নয়নশীল দেশে বেকারত্ব সমস্যা দূর করতে উদ্যোক্তাদের অনুকূল পরিবেশ সৃষ্টির বিকল্প নেই।


লেখক: 

মোঃ আবদুল্লাহ

শিক্ষার্থী, ইতিহাস বিভাগ 

ঢাকা কলেজ, ঢাকা 

আরও খবর






ঢাকা কলেজের স্মৃতিময় দিনগুলো

১৩৩ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে