ঢাকা কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের ত্রিমাসিক (৯ই অক্টোবর-৩১শে ডিসেম্বর) কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী সালমান রহমান (রায়পুর) সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মো.রাকিব হোসেন (রামগতি)।
বুধবার (৯ই অক্টোবর ) সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ঢাকা কলেজের সাবেক ছাত্রদের দ্বারা গঠিত উপদেষ্টামন্ডলী'র সদস্য' ইব্রাহিম কার্দি,শাহাদাত হোসেন মানিক,শাহ পরান, তারেকুল ইসলাম (জামিল),রিদওয়ান উল্লাহ,হাছান মেহেদী,সাইফুল ইসলাম ও মুরাদ এর সম্মতিতে নতুন কমিটির অনুমোদন দেন।
উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক-মো.ফয়সাল হোসেন(সদর),হাছিব(রামগতি),মনজুরুল ইসলাম (রামগঞ্জ),ফয়সাল ইসলাম (সদর),মো.মুসলিম (কমলনগর),নাইমুর রহমান(চন্দ্রগঞ্জ) মনতাজুল ইসলাম(রামগঞ্জ), তানভীর আহমেদ (চন্দ্রগঞ্জ) মিরাজ,সাইফ,নাইমুন,হাছান পারভেজ,পারভেজ হোসেন,ওয়ারেছ ও মাহফুজুর রহমান।
সদস্য -জুলফিকার, সজিব,ইয়াসিন, রিয়াদ,মুজিবুর,আফতাব, আশরাফুল, আবেদ,রায়হান, আরিফ,রাকিব রায়হান,মোসলেম,মাহাদী,সজীব,সালেম, মো.নাহিদুল,নাহিদুল,আশরাফুল, মাহমুদ,ফরহাদ,আদিফ, রাছেল, সাঈদী ও তানিম।
ছাত্রকল্যাণের মাধ্যমে ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে।
এই সংগঠন ভবিষ্যতে ছাত্রদের যেকোনো প্রয়োজনে এগিয়ে আসবে এমনটি প্রত্যাশা করেন সংগঠনের সদস্যগণ।
২৪ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮৫ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
১০৮ দিন ২৪ মিনিট আগে
১১০ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে
১১৮ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২১ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৩২ দিন ৩৯ মিনিট আগে
১৩৫ দিন ৮ ঘন্টা ৩১ মিনিট আগে