বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,ঢাকা কলেজ শাখা আয়োজিত মুক্তিযুদ্ধ বিষয়ক লেখনী প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে । প্রতিযোগিতায় প্রথম স্হান অর্জন করেছে কলেজটির ২০২০-২১ সেশনের অর্থনীতি বিভাগের ছাত্র ইয়াছিন আরাফাত মঈন । অন্যদিকে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন ইতিহাস বিভাগের ইমন হাওলাদার এবং তৃতীয় স্হান অধিকার করেছেন একই বিভাগের তামিম হোসেন ৷
গতকাল (মঙ্গলবার) সংগঠনটির সভাপতি মো. আকিব হোসাইন ও সাধারণ সম্পাদক বিশাল সাহা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
দৈনিক দেশচিত্র বিজয়ীদের অনুভূতি জানতে চাইলে ইয়াসির আরাফাত মঈন বলেন,"প্রথম হওয়া সবসময়ই সম্মানের এবং প্রথম হতে পেরে আনন্দিত ।"তাছাড়া এ অর্জনের জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন । অন্যদিকে ইমন হাওলাদার বলেন, ঢাকা কলেজের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সেরাদের কাতারে থাকতে পেরে তিনি আনন্দিত এবং আগামী দিনগুলোর জন্য সবার নিকট দোয়াপ্রার্থী ।
উল্লেখ্য যে,২০২০ সালে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম,ঢাকা কলেজ শাখা প্রতিষ্ঠিত হয় ।
২৫ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১০৯ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১১১ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১১৯ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১২৩ দিন ৪০ মিনিট আগে
১৩৩ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩৬ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে