ঢাকা কলেজের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ হ্যাক হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে পেজটির প্রোফাইল ছবি পরিবর্তন হলে বিষয়টি সবার দৃষ্টিগোচর হয়।
ভিয়েতনামের কোনো হ্যাকার পেজের নিয়ন্ত্রণে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফেসবুক পেজের নিয়ন্ত্রণ নেওয়ার পর এরইমধ্যে প্রোফাইলের ছবি, কাভার ছবি, ইমেইল ও কলেজের ঠিকানা বদলে দেওয়া হয়েছে।
কলেজের ফেসবুক পেজ ও অনলাইন কার্যক্রমের তদারকির দায়িত্বে থাকা ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবু সালেহ মো. মুজাহিদুল ইসলাম বলেন, ‘কলেজের পেজ হ্যাক হয়েছে। আমরা পেজের নিয়ন্ত্রণ হারিয়েছি। এটি উদ্ধারে কাজ চলছে। ফেসবুক আপডেটের সুযোগ নিয়ে হ্যাকাররা এটি করেছে।’
তবে বিষয়টি অস্বীকার করেছেন কলেজের আইসিটি বিভাগের সহকারী প্রোগ্রামার মো. ইয়াসিন তানভীর। তিনি বলেন, ‘পেজ হ্যাক হয়নি। ফেসবুক সিস্টেম আপডেট করেছে। এজন্য সাইটে একটু ঝামেলা হচ্ছে। আমরা রিপোর্ট করেছি। ফেসবুক একটা সময় নিয়েছে, দ্রুত আমাদের জানাবে।’
২৫ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১০৯ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১১১ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১১৯ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১২৩ দিন ৪০ মিনিট আগে
১৩৩ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩৬ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে