ঢাকা কলেজে অধ্যয়নরত বরগুনা জেলার ছাত্রদের সংগঠন ঢাকা কলেজস্থ বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদ - এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান শান্ত।
সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, নাজিউর নাসিম। (বরগুনা সদর)
মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে ঢাকা কলেজের বরগুনা জেলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে আগামী এক বছরের জন্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২ সদস্যের একটি কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়েছে যে, আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কার্যকরী কমিটি বাস্তবায়ন করতে হবে।
বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদে ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপদেষ্টা হিসেবে রয়েছেন, কপিল হালদার সজল, মোঃ শরিফুল আলম রিমন, তৌহিদুল ইসলাম শামীম, শাহজালাল শাওন, কে.এম রাসেল,এ.বি. আনান আহমেদ, সোহেল রানা, বায়জিদ আহমেদ, ইসমাইল হোসেন মিরণ ও মোঃ সাইফুল ইসলাম।
ছবি : উপদেষ্টা পরিষদের স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এই কমিটি অনুমোদন করা হয়।
সংগঠনটির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক ইসমাইল হোসাইন মিরন বলেন "এটি একটি সামাজিক ও সেচ্ছাসেবী ছাত্রসংগঠন। ঢাকা কলেজে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী এই সংগঠনের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকব। সেই সাথে আমরা একে অপরের বিপদ-আপদে পাশে দাঁড়িয়ে থাকব এবং থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।
নতুন নেতৃত্ব সেই কাজকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা সংগঠনটির উপদেষ্টাদের।
উল্লেখ্য, স্বেচ্ছসেবী এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্নে থেকে ছাত্রদের বিভিন্ন কাজে সহায়তা করার চেষ্টা করে আসছে।
২৫ দিন ১৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৮৭ দিন ৪ ঘন্টা ১৪ মিনিট আগে
১০৯ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১১১ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে
১১৯ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে
১২৩ দিন ৪০ মিনিট আগে
১৩৩ দিন ৫ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩৬ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে