◾মনে পড়ে কি?◾
মো. আকিব হোসাইন
মনে পড়ে কি?
ব্রিটিশদের কথা। তাদের শাসন, শোষণ।
সেই হাজী শরীয়ত আর তিতুমীরের নাম,
মাস্টারদা সূর্যসেন আর ক্ষুদিরামের সংগ্রাম।
মওলানা ভাসানী আর শহীদ সোহরাওয়ার্দীর নাম,
শেরে বাংলা এ.কে. ফজলুল হক ও বঙ্গবন্ধুর তেজোদ্দীপ্ত সংগ্রাম।
যিনি দু-চোখ ভরে দেখেছিলেন শোষিতের উপর চালানো নির্যাতন নিপীড়ন।
তাই তো তিনি হলেন বাঙালির জাতির পিতা।
মনে পড়ে কি?
রূপসী বাংলার কবি ও কবিতার কথা।
বিদ্রোহী কবি ও কবিতার মর্মবাণী,
রাষ্ট্রভাষার লাল রাজপথের দিনগুলো,
১৯৫২ সালের সেই রক্তাক্ত ইতিহাস।
মাতৃভাষার জন্য শহিদ হয়েছিল বা কে?
মনে পড়ে কি?
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট
১৯৬২-এর শিক্ষা আন্দোলন
১৯৬৬ সালের ম্যাগনাকার্টা রূপে স্বাধীনতার বীজমন্ত্র ছয়দফা।
১৯৬৯-এর গণআন্দোলনের দিনগুলো
১৯৭০-এর সেই নির্বাচনের ইতিহাস
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সংগ্রামের কথা
লাখো বীর বাঙালি আর বীরশ্রেষ্ঠদের কথা।
মনে পড়ে কি?
চণ্ডীদাসের সেই বিখ্যাত বাণী
যিনি বলেছিলেন, “সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই।”
৩০ দিন ৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৯১ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১১৩ দিন ১৫ ঘন্টা ৮ মিনিট আগে
১১৬ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১২৩ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২৭ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
১৩৭ দিন ১৫ ঘন্টা ২৪ মিনিট আগে
১৪০ দিন ২৩ ঘন্টা ১৫ মিনিট আগে