প্রকাশের সময়: 27-08-2023 11:10:11 am
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামানুসারে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তাঁরই স্মৃতিতে বিভিন্ন হল ও ক্যাম্পাসের কাঠামো তার সাহিত্যকর্মের নামে নামকরণ করা হয়েছে।
নজরুল ভারত থেকে বাংলাদেশের প্রথম ত্রিশালে আসেন। শৈশবে তিনি এই ত্রিশালে আসেন। ময়মনসিংহের ত্রিশালে তাঁর নামানুসারে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।ময়মনসিংহ শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়।মাত্র ৫৭ একরের বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে প্রায় দুই শতাধিক শিক্ষকের তত্ত্বাবধানে সাড়ে ৭ হাজার শিক্ষার্থী রয়েছে ।
পুরো ক্যাম্পাস যেন নজরুলের ছোঁয়া, নজরুলের স্মৃতি। শুধু 'চির উন্নত মম শির' নামে স্মৃতিসৌধ এবং 'চক্রবাক', 'চন্দ্রবিন্দু' নামে দুটি ক্যাফেটেরিয়াই নয়, বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে নজরুলের রচনা 'অগ্নিবীণা', 'দোলনচাপা'। 'প্রভাতী', 'ধূমকেতু', 'নটুন পথিক', 'ঝিঙেফুল', 'বিদ্রোহী', 'প্রলয়শিখা' 'দুরের বন্ধু' বাসের নাম এবং তিনটি মঞ্চের নাম 'চুরুলিয়া মঞ্চ', 'গাহি সমীর গান মঞ্চ', 'জয়ধনী মঞ্চ'। এছাড়া একমাত্র চিকিৎসা কেন্দ্রের নামকরণ করা হয়েছে নজরুলের বই 'ব্যাথার দান'। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের ঠিক পাশেই রয়েছে দৃষ্টিনন্দন নজরুল ভাস্কর্য। ক্যাম্পাসে বেশ কিছু ম্যুরালও স্থাপন করা হয়েছে।
কেন্দ্রীয় গ্রন্থাগারে নজরুলের বইয়ের আলাদা তাক রয়েছে। প্রতি বছর নজরুল সঙ্গীত, নজরুল স্মৃতি ও নজরুল গবেষণায় অবদানের জন্য বিশিষ্ট নজরুল ব্যক্তিত্বদের পুরস্কৃত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ সৌমিত্র শেখর বলেন, “আমরা নজরুলের জীবন, সাহিত্য ও সঙ্গীত নিয়ে গবেষণা ও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য তার নামে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি। জাতীয় কবির বিভিন্ন গান, কবিতা, উপন্যাস, নাটক সর্বোপরি তার জীবনী এবং জীবনকর্মের ওপর গবেষণা চলমান রাখার জন্য বিভিন্ন শাখায় পিএইচডি এবং এমফিল প্রোগ্রাম চালু রয়েছে। দেশের বাইরের গবেষকরা এসেছেন ওই প্রতিষ্ঠানে। নজরুল নিয়ে গবেষণা করতে আমাদের গবেষকরা বিদেশে গেছেন।
২৪ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩১৭ দিন ২৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৩৭০ দিন ১৮ ঘন্টা ১৯ মিনিট আগে
৩৮৫ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৯২ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
৩৯২ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৪২৩ দিন ২ মিনিট আগে
৪২৪ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে