টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি শিক্ষা সফরে, জনতা আদর্শ বিদ্যাপীঠ নারী বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশ কালিগঞ্জ কৃষ্ণনগরে ভ্রাম্যমাণ আদালতে গাঁজা বিক্রেতা ও ক্রেতার জেল-জরিমানা ফতুল্লার কাশীপুরে পিস্তলের গুলিতে পাভেল হত্যা মামলার প্রধান আসামী রায়হান বাবু গ্রেফতার ভর্তিচ্ছুদের পাশে কুবি ছাত্রদল গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ জাবিপ্রবি ফটকে নেই বিশ্ববিদ্যালয়ের নাম, সর্বত্র বিএনপির ব্যানার রায়পুর রিপোর্টার্স ইউনিটির এপ্রিল মাসের সভা সম্পন্ন পাঁচবিবিতে ভূয়া ডিবি পুলিশের পরিচয়ে চাঁদা দাবি গ্রেফতার-২ কবি ও সাংবাদিক বিল্লাল হাওলাদারকে সুনামগঞ্জে সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে বাঁশের ঝোপে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার রায়গঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ইয়াবা কারবারি ও গাঁজাসহ গ্রেফতার-৮ আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ এডভোকেট শহিদুল ইসলাম ৩ প্রতিষ্ঠানের সভাপতি মনোনীত লালপুরে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত সর্বস্তরের শিক্ষা জাতীয়করণ চাই শিরোনামে যশোরে জেলা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল সিরাজগঞ্জে স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন বরিশালে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসাবে ঘোষনা করার দাবীতে গণমিছিল জয়পুরহাটে স্বর্ণের দোকানে তল্লাশী করতে গিয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

ফিল্ড ওয়ার্কে ঢাবিতে জবির সাংবাদিকতার শিক্ষার্থীরা


একাডেমিক ফিল্ড ওয়ার্কের জন‍্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থানসমূহ পর্যবেক্ষণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থীরা। 


শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বট তলা থেকে যাত্রা শুরু হয়ে দুপুর সাড়ে ১২ টায় ঢাবির মধুর ক্যান্টিনের সামনে শেষ হয়। 


এ সময় তাদের সাথে ঘুরে মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের ইতিহাস আলোচনা করেছেন মুক্তিযুদ্ধের সাহসী সৈনিক বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত।  শিক্ষার্থীদের নেতৃত্ব দেন বিভাগীয় কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক মো. মিঠুন মিয়া। 


ফিল্ড ওয়ার্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলা, সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হলসহ টিএসসি ও মধুর ক্যান্টিন ঘুরে দেখা হয়। 


বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব স্থানে ছাত্রছাত্রীরা কিভাবে আন্দোলন করেছে, আন্দোলনের প্রস্তুতি নিয়েছে, সেসব ইতিহাস আলোচনা করেছেন অজয় দাশগুপ্ত।


তিনি বট তলার সামনে দাঁড়িয়ে বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হই ১৯৬৮ সালে। উনসত্তরে ছাত্রদের ভূমিকা আমি কাছ থেকে দেখেছি। ভাষা আন্দোলনের বিভিন্ন কার্যক্রম ঢাকা মেডিকেলের পেছনে আমতলায় হয়। ভাষা আন্দোলন পরবর্তী মিটিং, সমাবেশ হয় এই বটতলা কেন্দ্র করে।  কিন্তু পাকিস্তানিরা এই বট গাছকেও সহ্য করতে পারে নাই, তারা ৭১ এ গাছটি সমূলে  উপড়ে ফেলে। পরবর্তীতে ১৯৭২ সালে আবার রোপণ করা হয়।


এছাড়া তিনি সার্জেন্ট জহুরুল হক হল, সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল সম্পর্কে নিজের স্মৃতিচারণ ও ইতিহাস নিয়ে বিস্তর আলোচনা করেছেন। 


ফিল্ড ওয়ার্কে অংশগ্রহণকারী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল ও তাওহিদুল ইসলাম জানান,  আজকে এসে অনেক কিছু শিখতে পেরেছি। আজ নিজেদের বিশ্ববিদ্যালয়ের আদর্শ শিক্ষার্থী হিসেবে মনে হয়েছে। 


আরেক শিক্ষার্থী তানভীর হাসান বলেন, আমরা এর আগে অনেকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি। কিন্তু এভাবে কখনও ইতিহাস রিলেট করে স্থাপত্য গুলোকে দেখেনি। একজন মুক্তিযোদ্ধার চোখ দিয়ে আজ সব দর্শনীয় স্থান নতুন মনে হলো।


এদের সহপাঠী রাজিয়া রাশা এবং খাদিজা-তুল-কুবরা জানান, আমরা আগেও ঢাবিতে অনেকবার এসেছি। তখন সেলফি তুলতাম, আড্ডা দিতাম আর চলে যেতাম। কিন্তু আজ আমাদের ইতিহাস নিজ চোখে দেখে উপলব্ধি করতে পেরেছি। 


এ সম্পর্কে কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক মো. মিঠুন মিয়া বলেন, শিক্ষার্থীদের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানাতে শুধু ক্লাসে ইতিহাসের ওপর লেকচার দেওয়ার মাধ্যমে সম্ভব নয়। এজন্য তাদের ঐতিহাসিক স্থানসমূহ দেখিয়ে তাদের মধ্যে অতিত ইতিহাস উপলব্ধি করানো দরকার। তাই করার চেষ্টা করেছি মাত্র। আমি ধন্যবাদ জানাই বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত স্যার ও আমার ছাত্রছাত্রীকে।

আরও খবর