সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে জয়পুরহাটে পথসভা আশাশুনিতে প্লাস্টিক বর্জ্যে পরিবেশের চরম বিপর্যয়,নদী, খাল, কৃষিজমি ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে। জয়পুরহাটে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ০২ জন মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে মাদক ব্যবসায়ী ফজলু আটক জবিতে ২২ জুন থেকে প্রথম বর্ষের ক্লাস শুরুর ঘোষণা উপাচার্যের লাখাইয়ে মিষ্টি মধুর সুঘ্রানই বলে দেয় ফলের মাস জৈষ্ঠের আগমন। বৃষ্টিতে ভিজে বিজয় উল্লাস জবি শিক্ষার্থীদের, হাসি মুখে ফিরল ক্যাম্পাসে কোম্পানীগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি নির্বাচিত শেখ ফরিদ আহম্মেদ কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত কচুয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশগ্রহণ করলেন মানবতার আহবান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এস এম সাইদুর রহমান নাবিল পবিপ্রবির নতুন বাসে ভুল বানান: দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের অবহেলার অভিযোগ শেরপুর সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর ঝিনাইগাতী উপ-শাখা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বাকৃবিতে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়ে শিক্ষার মানোন্নয়ন ও মাদকবিরোধী আলোচনা নওয়াপাড়া পৌরসভার মহাকাল ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল লেনে জলাবদ্ধতায় জনদুর্ভোগ শান্তিগঞ্জের পাইকাপনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আব্দুল্লাহ ফাউন্ডেশন লালপুরে কোরবানির জন্য প্রস্তুত ৭৬ হাজার পশু বোতল কাণ্ডে আটক জবি শিক্ষার্থী, ডিবি অফিস ঘেরাও এর হুঁশিয়ারি মোংলায় ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগরের মানববন্ধন


কুয়েটে চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এবং অবিলম্বে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতাকর্মীরা।


আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়া উদ্দিন আয়ানের সঞ্চালনায় সংগঠনটির নেতাকর্মীরা বক্তব্য রাখেন। 


মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, "আপনারা দেখতে পেয়েছেন যে ১৮ই ফেব্রুয়ারি কুয়েটে একটি রাজনৈতিক গোষ্ঠী ও বহিরাগত সন্ত্রাসীবাহিনী কুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং একজন বহিরাগত ছাত্রদের নামে মামলা করেছে। তার পরিপ্রেক্ষিতে কুয়েটে ৩৭ জনকে বহিষ্কার করা হয়েছে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র সংসদ এই ধরনের ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানাচ্ছি। এই কুয়েটের শিক্ষার্থীরা ছিলেন আমাদের আন্দোলনের সহযোদ্ধা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের অনশনে বসতে হচ্ছে দাবি আদায়ের জন্য,কিন্তু সরকার কোন পদক্ষেপ নিচ্ছে না। তাই আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে দিতে চাই, ইন্টেরিম সরকার আপনারা অতি দ্রুত কুয়েটে অনশনে বসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।অবিলম্বে ভিসি মাসুদ কে অপসারণ করে নতুন ভিসি নিয়োগ করতে হবে।"


বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন,


"জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে ছাত্র উপদেষ্টাদের সরকারে পাঠিয়েছিলাম, সেই ছাত্র উপদেষ্টাদের শুধু দায়িত্ব না ভিসি পরিবর্তন করা, সচিব নিয়োগ করা কিংবা দল গোছানো। কুয়েটে যখন শিক্ষার্থীরা আমরণ অনশনে বসেছে, যখন শিক্ষার্থীদের ওপর অন্যায়ভাবে বহিষ্কারাদেশ চাপিয়ে দেওয়া হয়েছে তখন সেই ছাত্র উপদেষ্টারা সেই গদিতে বসে থাকার লেজিটিমিসি হারায়।আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, জুলাই অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করতে যারা গদিতে বসেছেন তারা যদি ছাত্রদের গুরুত্ব দিতে না পারেন তাহলে আপনারা ওই গদিতে বসে থাকতে পারবেন না।"


তৌহিদ সিয়াম আরো বলেন, "ছাত্র উপদেষ্টারা যদি ছাত্রদের পাশে দাঁড়াতে না পারে, তাহলে আমরা ভিসি মাসুদের পদত্যাগের দাবি জানানোর আগে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানাই। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ইন্টেরিমের প্রতি আহ্বান জানাই যাতে অতি দ্রুত কুয়েটের ভিসির পদত্যাগের জন্য যথাপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।"


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, "কুয়েটের ঘটনায় আমাদের যে অন্তবর্তীকালীন সরকার দায়িত্বরত আছে সেই অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার কোনো বক্তব্য নাই, এমনকি ছাত্র উপদেষ্টাদের কোনো বক্তব্য নাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যে বিপ্লবীদের রক্তের বিনিময়ে আপনারা নরম গদিতে বসেছেন ৫ আগষ্টের পরে যদি সেই বিপ্লবীদের অনশন করে মরতে হয় তাহলে এই নরম গদি থেকে আপনাদেরকেও টেনে হিঁচড়ে নামানো হবে। কুয়েটের দলকানা অথর্ব ভিসি তার পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলে দিতে চাই অতিদ্রুত শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা প্রকাশ করে কুয়েটের ভিসিকে তার পদ থেকে অপসারণ করতে হবে। অন্যথায় আমরা সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এই আন্দোলন আরো কঠোর থেকে কঠোর করে তুলবো।"

আরও খবর