"বিডি ক্লিন" এর উদ্যেগে আক্কেলপুর কাঁচা বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত।
জয়পুরহাটের আক্কেলপুরে "বিডি ক্লিন -বাংলাদেশ" আক্কেলপুর শাখার আয়োজনে আক্কেলপুর কাঁচা বাজারে সফত ব্যাক্য পাঠ মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে৷
আক্কেলপুর পৌরসভা ও আক্কেলপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং বিডি ক্লিন আক্কেলপুরের তত্তাবধানে প্রোজ্ঞামটি সারাদিন ব্যাপী পরিচালিত হয়।
বিডি ক্লিনের আক্কেলপুর উপজেলা সমন্বয়ক মোঃসৈকত বাবু বলেন, আমরা আক্কেলপুরে তরুণ তরুণী ৪০ জন সদস্য নিয়ে আক্কেলপুর কাঁচা বাজার নতুন পরিষ্কার পরিছিন্ন রুপে ফিরে আনার জন্য কাজ করতিছি।আমরা এ কাজের মাধ্যমে আক্কেলপুর কাঁচা বাজার পরিষ্কার ঘোরণা দিলাম।
বিডি ক্লিনের আক্কেলপুর উপজেলা সমন্বয়ক মো:সৈকত বাবু পরিচালনায় উক্ত আয়োজনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান,আক্কেলপুর উপজেলা সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, জেলা সমন্বয়ক রাকিবুল হাসান, অতিরিক্ত সমন্বয়ক মাহমুদুল হাসান, উপ সমন্বয়ক লজিস্টিক নাবিহা তাহসিন নুহা, উপ সমন্বয়ক ইস্তিয়াক আহমেদ আরো অনেকে।
এসময় বিডি ক্লিনের আক্কেলপুর টিমের হিরা, তানভির, এস কে আয়ান, রাব্বি, হৃদয়, একরাম, সজীব,রাবেয়া আক্তার, সহ জেলা টিমের একাধিক সদস্য ও দায়িত্বশীলসহ অর্ধশত উপস্থিত ছিলেন।