আক্কেলপুরে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ উদ্যোগে রমজান ফুডপ্যাক বিতরণ.
জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় আবাম ফাউন্ডেশন বাংলাদেশ রমজান মাসে গরীব, অসহায়, দুস্থ ও বিধবা ৬০ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
শনিবার (০১মার্চ ) আক্কেলপুরের বিভিন্ন এলাকায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আবাম ফাউন্ডেশন বাংলাদেশের জয়পুরহাট প্রতিনিধি মোঃ রিপন হোসেনের সঞ্চালনায় এই কর্মসূচী পালন করা হয়।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, তেল, পেঁয়াজ, আলু, ছোলা, মুড়ি ও চিনি।
এই কর্মসূচীতে আবাম ফাউন্ডেশনের জয়পুরহাট প্রতিনিধি রিপন হোসেন, নাসিম উদ্দিন, আরাফাত হোসেন ও নুর মোহাম্মদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্থানীয় জনসাধারণ আবাম ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শামছুল আলম খান মুরাদ ও অর্থ সম্পাদক আকন্দ হাসান মাহমুদকে ধন্যবাদ ও দোয়া জানিয়েছেন।
জয়পুরহাট প্রতিনিধি রিপন হোসেন জানান, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ সারাদেশে এতিম, অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করছে। তিনি সকলের কাছে সভাপতির জন্য দোয়া চেয়েছেন, যেন তিনি আমৃত্যু মানুষের পাশে থাকতে পারেন।