জেলা প্রতিনিধি। । হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এক প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারী বাহুবল উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেনারী অফিসের সামনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীতে ষাড়,গাভী, বাছুর, ছাগল/গাড়ল,গৃহপালিত পাখি,সৌখিন পাখী প্রজাতির মোট ৩৫ টি স্টল ছিল। সকালে প্রদর্শনী পরিদর্শন করেন হবিগঞ্জের জেলা ভেটেনারী অফিসার ডাঃ রফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমা এর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আলাউদ্দিন আহমদে হিমেল এর সঞ্চালনায় প্রাণিসম্পদ প্রদর্শনী ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ গোলাম মোহাম্মদ মেহেদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রুহুল আমিন, বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজবাহ উদ্দীন আফজাল, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, গীতিকার মামুনুর রশীদ মামুন প্রমুখ। প্রদর্শনীতে খামারিদের মাঝে ১ম পুরষ্কার লাভ করেন বাদে সাতপাড়িয়া গ্রামের আব্দুল হান্নান, ২য় পুরষ্কার লাভ করেন হরিপাশা গ্রামের আঞ্জুমান আক্তার, ৩য় পুরষ্কার লাভ করেন গোহারুয়া গ্রামের হাফেজ ফয়জুল ইসলাম।
৭০১ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭৩১ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে
৭৪৬ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৭৪৮ দিন ১৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৭৪৯ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
৭৫৩ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৭৫৬ দিন ১৬ ঘন্টা ৬ মিনিট আগে
৭৬২ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে