সেভেন সিস্টার্স নিয়ে কী বলেছেন ড. ইউনূস, ভারতে তোলপাড় কেন? বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফারুক ফাউন্ডেশনের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালপুরে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা, আটক ৭ এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের শঙ্কা সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। পীরগাছায় তাম্বুলপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করেন এমদাদুল হক ভরসা আনন্দ বাজারে ফারুকের দোকানে আগুন কুলিয়ারচর ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় করতে যাচ্ছেন ইকরামুল রামু গুলিতে যুবক নিহত অভিযুক্ত চাচাতো ভাই পলাতক রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা ঝিনাইগাতীর ডেফলাই গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই চুরির পর মালিককে চোরের ফোন :ক্যাশে এত কম টাকা রাখছেন কেন? ঈদগাহে মাইক বাজানো নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০ বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

বিরামপুর উপজেলা খানপুর ইউনিয়নে টিসিবির পণ্য নিয়ে কারসাজি

 বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের ভর্তুকি মূল্যের বরাদ্দ টিসিবির পণ্য গেল কোথায়? ফ্যামিলি কার্ড থাকা সত্ত্বেও টিসিবির পণ্য পায়নি অনেক ভোক্তা সাধারণ। তাহলে কি টিসিবির পণ্য বিক্রি হচ্ছে কালোবাজারে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সচেতন মহলে। এসব নিম্ন আয়ের মানুষের ফ্যামিলি কার্ড থাকলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে পাননি টিসিবির কাঙ্ক্ষিত পণ্য। বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং খানপুর ইউনিয়ন পরিষদ পুরাতন ভবন মেসার্স এইচ আর ট্রেডার্স কলাবাগান ও মেসার্স আসলাম ট্রেডার্স ইসলাম পাড়া এলাকার দুই ডিলারের নিজ নিজ উল্লেখিত স্থানে  ১১ই সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পণ্যের আশায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষার পর শূন্য হাতেই বাড়ি ফিরতে হয়েছে তাদের। পণ্য না পেয়ে ডিলারের বিক্রয়কেন্দ্রের সামনে কার্ড হাতে বিক্ষোভ করেছেন পণ্যবঞ্চিত কার্ডধারীরা।


জানা যায়, বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের টিসিবির ডিলার  রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ এবং খানপুর ইউনিয়ন পরিষদ পুরাতন ভবন বিক্রয়কেন্দ্রের সামনে টিসিবির পণ্য না পেয়ে বিক্ষোভ মিছিল করেছেন কার্ডধারী ভোক্তারা। ফ্যামিলি কার্ড থাকার পরও ভর্তুকি মূল্যের পণ্যসামগ্রী না পাওয়ায় ভুক্তভোগীদের পাশাপাশি জন প্রতিনিধিরাও বিস্ময় প্রকাশ করেছেন। ৩নং খানপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ একাধিক ইউপি সদস্য গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, বিগত কয়েক মাস ধরেই টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। কিন্তু প্রত্যেক বরাদ্দেই ডিলার নয়ছয় করছেন। গরিব কার্ডধারীদের পণ্যসামগ্রী না দিয়ে কালোবাজারে বিক্রি করা হচ্ছে।


বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নের প্রান্নার্থপুর গ্রামের আব্দুল বারিকের স্ত্রী ববিতা আক্তার তার নামের ফ্যামিলি কার্ড নিয়ে টিসিবির পণ্যসামগ্রী নিতে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিক্রয়কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে যান। সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করেন। দীর্ঘ সময় পর ডিলার তাকে বলেন, এ মাসের পণ্য বিতরণ শেষ। তাই কার্ড থাকলেও পণ্য না পেয়ে খালি হাতেই বাড়ি ফিরে যাচ্ছেন।


এ বিষয়ে জানতে চাইলে ডিলার কোনো সদুত্তর দিতে পারেননি। তবে তার দাবি, যথাযথ নিয়ম মেনেই টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। এখানে অনিয়ম-দুর্নীতি করা হয়নি। এ ছাড়া তাদের বেকায়দায় ফেলতে ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দের অতিরিক্ত ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। তাই ফ্যামিলি কার্ড থাকলেও কোনো পণ্য পাননি তারা। এ বিষয়ে জানতে চাইলে ৩নং খানপুর ইউনিয়নের চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান বলেন, ফ্যামিলি কার্ড সরবরাহ করা হয়েছে উপজেলা থেকে। আমাদের বরাদ্দ অনুযায়ী কার্ড দেওয়া হয়। আমি শুধু সেখানে স্বাক্ষর করেছি, আর মেম্বাররা তা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দিয়েছেন। তাই কার্ড অতিরিক্ত হওয়ার কোনো সুযোগ নেই। নিজেদের অপকর্ম ঢাকতে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর জন্য ওই দুই ডিলার ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন।

পুরাতন খানপুর ইউনিয়ন পরিষদ ভবন ড়িলার পয়েন্ট বিতরণ শেষে রতনপুর ৩নং খানপুর ইউনিয়ন  সামনে এসে শুরু থেকে ৪-৫ নম্বর ওয়ার্ডের কার্ড়ের টিসিবি বিতরন করা হতো হঠাৎ করে এখানে না এসে ৪-৫ নং ওয়ার্ড কার্ড়ধারী বিপাকে পড়েছে প্রায় তিনশত কার্ড়ধারী টিসিবি পন্য না পেয়ে বিক্ষোভ করেন। এবং রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ড়িলার পয়েন্ট টিসিবি প্রকৃত কার্ড়ধারী ৫০ জন টিসিবি পন্য না পেয়ে বিক্ষোভ করেন।

এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে জেনেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩নং খানপুর ইউনিয়নে টিসিবির পণ্য ট্যাগ অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিরামপুর মুঠোফোনে যোগাযোগ করা হলে আমি অফিসের কাজে ব্যস্ত থাকায় তিনি জানান সহকারী শিক্ষা

  1. অফিসার পাঠানো হয়েছে। এ বিষয়ে কিছুই বলতে পারছি না।

ভুক্তভোগীরা বিতরন পয়েন্ট অনিয়ম কারসাজি বিরুদ্ধে বিক্ষোভ করেন। ছাড়া বিতরণের মাস্টাররোলে কার্ডধারীদের সব তথ্যই আছে। সেটি যাচাই-বাছাই করলেই সব বেরিয়ে আসবে।

এ ব্যাপারে ইউনিয়নবাসী প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag
আরও খবর