জানাগেছে, নিয়মতান্ত্রিক ভাবে গঠিত ও অনুমোদিত এডহক কমিটি উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজ, এডহক কমিটি গঠনের লক্ষ্যে এলাকার গণ্যমান্য সুশীল সমাজ কর্তৃক সুপারিশকৃত ব্যক্তিবর্গের নাম কলেজ অধ্যক্ষ কর্তৃক প্রেরণ করা হয় এর স্মারক নং IN 502-8/00054/2017/1744 ৪২৩৮/ সুপারিশকৃত প্রস্তাবিত নাম থেকে এডহক কমিটির সভাপতি পদে আ্যডভোকেট খালেদ হোসেন ও বিদ্যাৎসাহী পদে মোঃ বাবুল মিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় এক পত্রের মাধ্যমে গত ২৩ অক্টোবর অনুমোদন করে।
আবার ২০/১১/২০২৪ ইংরেজি স্মারক নং IN 502-8/00054/2017/1744 ৪৬৯০/ এক পত্রের মাধ্যমে পূর্বের অনুমোদিত কমিটি পরিবর্তন করে নতুন একটি কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।
নতুন এই কমিটির সভাপতি পদে মোঃ ময়নুল হক ও বিদ্যাৎসাহী পদে মোনায়েম খাঁনকে দেখাযায়।
এ নিয়ে অত্র এলাকায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
জানাগেছে, বর্তমান অনুমোদিত কমিটি নিয়মতান্ত্রিকভাবে অধ্যক্ষ কর্তৃক প্রেরিত নয় বা অধ্যক্ষ প্রেরণ করেন নাই। এডভোকেট খালেদ হোসেনের মাধ্যমে ১০/১১/২০২৪ ইং তার স্বাক্ষরে ৬,১৩,১৬২(ছয় লক্ষ একশত বাষট্রি) বিল পাশ হয় বলে জানাযায়। গত ১৮ নভেম্বর সোমবার কলেজ গর্ভনিংবডির উদ্যোগে সভাপতি এডভোকেট খালেদ হোসেন ও বিদ্যাৎসাহী সদস্য মোঃ বাবুল মিয়াকে এক অনুষ্ঠানে মাধ্যমে বরণ করে নেওয়া হয় যা একাদিক সংবাদ সূত্রে দেখাগেছে।
অনুসন্ধানে জানাগেছে, ২৬/০৯/২০২৪ ইং বৃহস্পতিবার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের এডহক কমিটি গঠনের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা মোতাবেক সভাপতি পদে ও বিদ্যুৎসাহী সদস্য পদে মনোনয়ের জন্য বিধি মোতাবেক ৩ জন করে শিক্ষানুরাগী সমাজ সেবক ব্যক্তিবর্গের নামের প্রস্তাব প্রেরণের জন্য অধ্যক্ষ নেছার আহমদের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য সমাজ সেবক ও হিতেষী ব্যক্তিবর্গের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে নিম্নে উল্লেখিত ব্যক্তিবর্গের প্রস্তাব অনুমোদন করা হয়েছিলো।
উক্ত প্রস্তাবের বিধি মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অধ্যক্ষ নেছার আহমদকে অনুরোধ করা হয়েছিলো।
সভাপতি পদে এডভোকেট খালেদ হোসেন, সালেহ আহমদ ও সাইফুর রহমান। বিদ্যুৎসাহী সদস্যের প্রস্তাবে মোঃ বাবুল মিয়া, মোঃ আশরাফ আহমদ ও মোঃ সুমন মিয়া।
দেখাযায়, প্রস্তাবকৃত এই নামগুলো থেকে
নিয়মতান্ত্রিক ভাবে বিধি মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয় এডভোকেট খালেদ হোসেনকে এডহক কমিটির সভাপতি এবং বিদ্যুৎসাহী পদে মোঃ বাবুল মিয়াকে ২৩/১০/২০২৪ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় এক পত্রের মাধ্যমে এডহক কমিটি অনুমোদন করে।
এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের কাছ থেকে জানাগেছে,
এডভোকেট খালেদ হোসেন ও মোঃ বাবুল মিয়া সৎ, ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব ও তারা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান যাদের জীবনে কোনো কলংক নেই।
জানাগেছে, একটি স্বার্থবাদী মহলের প্ররোচনায় সভাপতি পদ থেকে এডভোকেট খালেদ হোসেন ও বিদ্যাৎসাহী পদ থেকে মোঃ বাবুল মিয়াকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবর্তন করে মোঃ ময়নুল হককে সভাপতি ও মোনায়েম খাঁনকে বিদ্যাৎসাহী পদে মনোনয়নে স্হানীয় রামপাশা এলাকায় আন্দোলন সংগ্রামের সূচনা হয়েছে।
বর্তমান কমিটি বাতিলের প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় স্হানীয় রামপাশায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশটি এলাকার প্রবীন মুরব্বী
আলহাজ আব্দুন নুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমেদ, পালের চক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে এম হেকিম উদ্দিন, খাজাঞ্চি ইউনিয়ন এর গুমরাকুল গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ জববুর খান।
এতে বক্তব্য রাখেন, রামপাশা গ্রামের বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব ছায়েদ আলম, জামায়াত নেতা হাফিজ আবদুল কাইয়ূম, জামায়াত নেতা, আরমান আলী, হুসাইন আহমদ, ইব্রাহিম খলিল, রাহেল আহমেদ, বিশ্বনাথ উপজেলা ছাত্র শিবির মতিউর রহমান, নাইম আহমেদ।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , বিএনপির ওয়ার্ড সভাপতি সাবেক অবঃ পুলিশ রাজু মিয়া, নুরু উদ্দিন আহমেদ, বিএনপি নেতা কাওছার আহমেদ তুলাই, বৈরাগী বাজারের ব্যাবসায়ি বয়তুল্লা মিয়া ফখরু উদ্দিন, চমক আলী খলিল মিয়া ও আলম প্রমুখ।
৫ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে
৭ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ দিন ৫ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৯ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে