হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায়, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন উপজেলার ছাত্র-জনতা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টায় উপজেলার থানাহাট কলেজ মোড় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে এলএসডি গোডাউন মোড়ে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয় মিছিলটি। এসময় তারা- দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে, ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ‘হৈই হৈই রৈই রৈই, খুনি হাসিনা গেলি কই, মুজিববাদ মুর্দাবাদ, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না, ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সংগঠক আব্দুর রহমান পারভেজ, জেলা সদস্য লিটন ইসলাম সাকিব, আসাদুজ্জামান রিয়াদ, উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, রেজাউল করিম, সাব্বির আহমেদসহ আরও অনেক ছাত্ররা উপস্থিত ছিলেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক আব্দুর রহমান পারভেজ বলেন, ২ দিনের মধ্যে আ’ লীগ নিষিদ্ধ ও গাজীপুরে শহীদ কাসেম হত্যার সাথে জড়িত সকল কে গ্রেফতার করতে হবে, নয়তো ছাত্র সমাজ মেনে নিবে না। মনে রাখবেন আপনাদের ক্ষমতায় বসিয়েছে, এই ছাত্র সমাজ বলে জানান তারা।
১৩ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১৬ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে
২২ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
২৪ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে
৩১ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
৩৩ দিন ৬ ঘন্টা ১১ মিনিট আগে
৩৮ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে
৪০ দিন ১৫ ঘন্টা ৪৯ মিনিট আগে